বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি’র আরব আমিরাতের নির্বাহী কার্যালয় ও আবুধাবি শাখার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১৯ মে) জনতা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান শাহনাজ রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম, কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, ব্যবস্থাপক রেজাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর, রাজা মল্লিক, আবু জাহেদ ইমরান সিআইপি, মাহমুদ আজম খান সিআইপি ও নুর হোসেন সুমনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
উদ্বোধন পরবর্তীতে রাষ্ট্রদূত, ব্যাংকের চেয়ারম্যান ও অন্যান্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের মুক্ত আলোচনা হয়। এতে গ্রাহকগণ ব্যাংকের বর্তমান সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ব্যাংকিং সেবার মান আরো যুগোপযোগী করার প্রস্তাব রাখলে কর্তৃপক্ষ গ্রাহকদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। রাষ্ট্রদূত তারেক আহমেদ জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের দেশে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান।
Discussion about this post