সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা চলতি মে মাসে ৫১ দশমিক ৬ ডিগ্রি ছুঁয়েছে। যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। এছাড়া আগামী দিনে তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলেও পূর্বাভাসে জানিয়েছে দেশটির ন্যাশনাল মেট্রোলোজি অব মেট্রোলোজি (এনসিএম)।
শনিবার (২৪ মে) রাজধানী আবুধাবির আল আইনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি দেখেছিল দেশটি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘাছন্ন থাকতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চলে আকাশ মেঘাছন্ন থাকবে।
এছাড়া পূর্বাভাসে আরও বলা হয়, সারাদিন ঝিরিঝিরি বাতাস বইতে পারে। তবে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার কোনো সম্ভাবনা নেই।
Discussion about this post