অপসারণের কোনো বিষয় নেই, নিজে থেকেই জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের তিনি এই কথা জানান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে চলে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। দু-একদিনের মধ্যেই তিনি চলে যাবেন। সেসময় নতুন পররাষ্ট্র সচিব চূড়ান্ত হবে।
এদিকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান তৌহিদ হোসেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়টির ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নজরুল ইসলাম। নজরুল ইসলাম এর আগে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান পররাষ্ট্র সচিব আগামী দুয়েক দিনের মধ্যে বেশ কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছেন। ছুটি থেকে ফিরে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো মিশনে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করতে পারেন।
Discussion about this post