সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য । যিনি আমাদেরকে দান সাদাকার প্রতি উদ্বুদ্ধ করেছেন । তাঁর পথে ব্যয় করার জন্য বলেছেন এবং ইহ ও পরকালে উত্তম প্রতিদান দেয়ার ঘোষণা দিয়েছেন ।
প্রিয় ভায়েরা ! দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত । পরকালের জন্য কি নিয়ে যাচ্ছি আমাদের চিন্তা করা উচিত ।
হে ঈমানদারগণ ! আল্লাহকে ভয় করো । প্রত্যেকের ভাবা উচিত সে পরকালের জন্য কি নিয়ে যাচ্ছে । আল্লাহকে ভয় করো । নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফহাল ।”
সূরা আল হাশার ১৮
মহানবী সাঃ ভালো কাজ করার ক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস ছিলেন । বিশেষ করে মাহে রমজানে কল্যাণমূলক আমল সমূহে নজিরবিহীন অগ্রগামী ছিলেন ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
ওয়াক্ফ বা সাদাকায়ে জারীয়া সাধারণ দানের চেয়ে অনেক বেশী উত্তম । ওয়াক্ফ স্থায়ী ।
মহানবী সাঃ বলেছেন “ যে ব্যক্তি ইল্ম অর্জন করে এবং দাওয়াতি কাজ করে অথবা উত্তম সন্তান রেখে মারা যায় অথবা কাউকে কুরআন মাজিদ দান করে অথবা মসজিদ নির্মাণ করে অথবা মোসাফির খানা প্রতিষ্ঠা করে অথবা সাধারণ মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করে অথবা সুস্থ অবস্থায় দান করে সে তার মৃত্যুর পর তার উত্তম প্রতিদান লাভ করবে এবং তার আমলনামায় পাবে ।”
সুনানে ইবনে মাজাহ ২০০
সাইয়্যিদুনা জাবের রাঃ বলেন “ সামর্থবান প্রতিটি সাহাবী রাঃ ওয়াক্ফ বা স্থায়ী সাদাকা করে গেছেন । “
احكام الوقف لابي بكر الخصاف ١٥
ইসলামের ইতিহাসের ২য় খলীফা সাইয়্যিদুনা ওমর রাঃ প্রিয় নবীজীর সাঃ নির্দেশে তদানীন্তন সময়ে সবচে’ অধিক মূল্যবান জমি আল্লাহর পথে ওয়াক্ফ করে দেন ।
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
আল্লাহ বলেন “ তোমরা ততোক্ষণ পর্যন্ত কল্যান লাভ করতে পারবেনা যতোক্ষণ না নিজেদের প্রিয় বস্তু ব্যয় করো ।”
সূরা আল ইমরান ৯২
এ কথা শোনার মাত্রই জনৈক সাহাবী রাঃ তার সম্পদ নবীজীর সাঃ সামনে দিয়ে দিলেন । প্রিয় রসুল সাঃ বললেন “ লাভজনক সম্পদ ! লাভজনক সম্পদ ।”
ছহীহুল বোখারি ৪৫৫৪
সম্ভব হলে একটি দিরহাম দান করুন । এটি ওয়াক্ফ হতে পারে । আজ থেকে শুরু করুন । আপনার একটি দিরহাম মসজিদের জন্য ব্যয় হতে পারে । কুরআন কেনার জন্য ব্যয় হতে পারে । একজন ছাত্রের জন্য ব্যয় হতে পারে । একটি এতিমের মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারে । একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসায় ব্যয় হতে পারে ।
আপনার সাদাকা গ্রহণ করার জন্য আমিরাত সরকার প্রস্তুত । তারা সঠিক পথে আপনার সাদাকা ব্যয় করবে । আপনার পরকালের সম্বল তৈরী হবে ।
আল্লাহ বলেন “ তোমরা যা কিছু ব্যয় করো তা তো তোমাদের নিজেদের জন্য । তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো । তোমরা যা কিছু ব্যয় করবে তা পুরোপুরি লাভ করবে পরকালে ।”
সূরা আল বাক্বারা ২৭২
ইয়া আল্লাহ ! আমাদের রোজা কবুল করুন । দানশীলদের দান কবুল করুন । তাদেরকে ইহ ও পরকালে কল্যাণ দান করুন ।
আমাদের মা বাবাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post