পবিত্র রমজান মাসে ভিক্ষা করায় ১১ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গ্রেপ্তারদের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই আরব ও এশিয়ান দেশের নাগরিক।
গ্রেপ্তারদের মধ্যে কেউ কেউ ভিজিট ভিসা বা পরিবারের সঙ্গে বসবাসের অনুমতি নিয়ে কুয়েতে প্রবেশ করেছিলেন। আবার কেউ কেউ রয়েছে অনিয়মিত কর্মী যাদের কোনও স্থায়ী চাকরি নেই।
কুয়েত সরকার বলছে, আইন লঙ্ঘন করে যেসব কোম্পানি এসব কর্মী নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পবিত্র রমজানে কোনো প্রবাসী ভিক্ষা করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে। পাশপাশি ভিক্ষুকদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও তারা কঠোর ব্যবস্থা নেবে।
রমজানের শুরু থেকেই ভিক্ষাবৃত্তি ঠেকাতে বাজার, শপিংমল এবং অন্যান্য স্থানে কুয়েতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে।
Discussion about this post