মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ভবিষ্যত তহবিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করেছে সরকার। বৃহস্পতিবার (৬ মার্চ) দেওয়ান রাকায়াত (সংসদ) সরকার ও বিরোধীদলের আট সংসদ সদস্যের আলোচনার পর সংখ্যাগরিষ্ঠ ভোটে এটি অনুমোদিত হয়েছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, নতুন সংশোধনীতে ১১ ধারায় পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ পরিশোধের দায়বদ্ধতা এবং ইপিএফের হার সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে ভারসাম্য তৈরি হবে। পাশাপাশি জাতীয় অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
বিদেশি কর্মীদের জন্য ইপিএফ বাধ্যতামূলক করার ফলে দীর্ঘমেয়াদে তাদের ওপর নির্ভরতা কমবে এবং স্থানীয় ব্যবসাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এটি স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারের প্রবণতাও বাড়িয়ে তুলবে।
দেশটির অর্থমন্ত্রী আমির হামজাহ আজিজান বলেন, বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ চালুর ফলে মালয়েশিয়ার বেতন কাঠামো উন্নত হবে। যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এই ব্যবস্থার ফলে পরিবারের ব্যয় সক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। এছাড়া, এটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক উদ্যোগ।
Discussion about this post