পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ হাজার পণ্য মিলবে অর্ধেক দামে । সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয় জানায়, ৬৪৪ টি বড় সুপারমার্কেট রমজানের সময় ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় খুচরা পণ্য বিক্রেতা কোম্পানি লুলু গ্রুপ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করেছে চমকপ্রদ অফার।
কোম্পানিটি জানায়, খাবার, হোম ফার্নিশিং, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের সাড়ে ৫ হাজারের বেশি পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সংযুক্ত আরব আমিরাতজুড়ে লুলু গ্রুপের ৬০০টি শাখা রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষা আইন মেনে চলা নিশ্চিত করতে পবিত্র মাস জুড়ে তারা ৪০০টির বেশি অভিযান পরিচালনা করবে। এছাড়াও, প্রতিটি আমিরাতের স্থানীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে।
Discussion about this post