চট্টগ্রামের কোতোয়ালি থানায় বসতবাড়িতে আগুন লেগেছে। এতে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানার বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে।
তবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আহত মোট পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে সকালে আগুন লাগার খবর পান তারা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন গণমাধ্যমকে দু’জনের মৃত্যু কথা নিশ্চিত করেন।
Discussion about this post