সলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৮তম বিশ্ব ইজতেমা গতকাল শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে। লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে তুরাগের তীর। গতকাল শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে সর্ববৃহৎ জুমার নামাজ। জুমার নামাজে দেশের লাখো লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। গতকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে তাবলীগ জামাতের এই আয়োজনের মূল কার্যক্রম শুরু হলেও ইজতেমায় অংশ নিতে মানুষের ঢল নামে গত বৃস্পতিবার থেকেই। সেদিনই পরিপূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা হাজির হচ্ছেন ময়দানে। ভোর থেকেই বিভিন্ন যানবাহনের মাধ্যমে টঙ্গী ও ঢাকার আশেপাশের জেলা থেকে মানুষকে টুপি পাঞ্জাবি পড়ে ইজতেমার ময়দানের দিকে ছুটতে দেখা গেছে। ইজতেমা মুখি মুসল্লিদের এই ঢল অব্যাহত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত।
তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান জানান, গত বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। গতকাল সকালে ফজরের নামাজের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। তিনি আরো জানান, গতকাল পৌনে ১০টা থেকে খিত্তায় খিত্তায় শুরু হয় তালিমের আমল। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল। এছাড়াও বিশেষ কিছু অনুষ্ঠান হয়। যেমন, সকাল ১০টা থেকে শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেছেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করছেন প্রফেসর আব্দুল মান্নান খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেছেন ভারতের মাওলানা আকবর শরিফ।
Discussion about this post