ওমানের সুলতান হাইথাম বিন তারিক দেশের জাতীয় দিবস উদযাপনের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওমানে এ বছর থেকে ২০ ও ২১ নভেম্বর জাতীয় দিবস পালিত হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একটি আনুষ্ঠানিক উপলক্ষ প্রতিষ্ঠা করতে ওমানে দুই দিন জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে। নতুন তারিখটি নির্ধারণ করা হয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি ইমাম সাঈদ আহমেদ বিন সাঈদ আল-বুসাইদির অবিস্মরণীয় অবদানকে সম্মান জানাতে। ইমাম সাঈদ ছিলেন ওমানের প্রতিষ্ঠাতা এবং তার আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য উদাহরণ। ১৭৪৪ সালে ২০ নভেম্বর ইমাম সাঈদ আহমেদ বিন সাঈদ আল-বুসাইদি ওমানের শাসনভার গ্রহণ করেন।
ওমান সরকার জানায়, জাতীয় দিবসে ওমানের সব সেক্টরের কর্মীরাই ছুটি পাবেন।
এর আগে ওমানের জাতীয় দিবস প্রতি বছর ১৮ নভেম্বর উদযাপিত হলেও, এখন থেকে এটি ২০ নভেম্বর উদযাপিত হবে।
Discussion about this post