সৌদি আরবে আর্থিক জালিয়াতির অভিযোগে ছয় বাংলাদেশিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা রিয়াদ শহরের বিভিন্ন জায়গায় ৩৩টি আর্থিক জালিয়াতির অপরাধের সঙ্গে জড়িত ছিল। গত সোমবার সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ছয়জন বাংলাদেশি ও তিনজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্তরা সাধারণ জনগণকে সরকারি পরিষেবা দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলতেন। তারা সৌদির বাইরে থেকে পরিচালিত একটি গ্যাংয়ের সহযোগিতায় প্রতারণামূলক কাজগুলো চালিয়ে আসছিলেন।
এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই চক্রটি সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩ লাখ ৯৪ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা) হাতিয়ে নিয়েছে।
Discussion about this post