লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শুনে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাজ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাজ (১৪) কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে।
জানা গেছে, দিনাজপুরের বিরল থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে অন্যান্য অনেকের সঙ্গে রাজ ফিরছিল। এ সময় ট্রেনটি কালীগঞ্জ উপজেলার উত্তরণ কলেজ এলাকায় পৌঁছলে রাজ অসাবধানতাবসত ছাদ থেকে পড়ে কাটা পড়ে মারা যায়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে লালমনিরহাটে আজহারীর মাহফিল শুনে ট্রেনযোগে বাড়ি ফিরছিল রাজ। এ সময় অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে পড়ে কাটা পড়ে মারা যায় সে।
Discussion about this post