গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কিছু দোকান-পাটে হামলা করা হয়। ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এ ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ২ ঘণ্টাব্যাপী চলতে থাকে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকের মধ্যে দ্বন্দ্ব-কোন্দল চলে আসছে।
একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ-এর এক সমর্থক মেজবাহ-র দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিল। এ নিয়ে সেলিমুজ্জামান সেলিম-এর কয়েকজন সমর্থক ক্যালেন্ডার বিতরণকারীকে মারধরে করে। আবার কেউ কেউ বলছেন, এলাকার আধিপত্য বিস্তারই ঘটনার মূল কারণ। এখানে সবাই যে বিএনপির লোক তা সঠিকভাবে বলা যাবে না। এলাকার কে বিএনপি আর কে আওয়ামী লীগ রাতের বেলা নির্ণয় করা যায়নি। তারপরেও বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্য়ায়ে উভয় গ্রুপ চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেয়। এসময় তারা ইট-পাটকেল ছুঁড়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Discussion about this post