মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশের কনস্যুলেট স্থাপনের মাধ্যমে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন প্রবাসীরা।
বক্তারা বলেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় ১৫ লাখ প্রবাসীদের এ শ্রমবাজারে সেবা দেওয়া হচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে। পেনাং, জহুর, পাহাংসহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোতে কনস্যুলেট স্থাপন করলে প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘৫ আগষ্ট পট পরিবর্তনে প্রবাসীদের দারুণ ভুমিকা রয়েছে।’
Discussion about this post