পাবনার ঈশ্বরদীতে কৃষকের পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। অভিযোগ রয়েছে, ১০-১৫ জন সহযোগী নিয়ে প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী মুক্তার হোসেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কলা চাষ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি ক্রয় করে। পরে কৌশলে ইমরানের জমি দখলে নেওয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেওয়ায় জোরপূর্বক প্রকাশ্যে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা।
এ বিষয়ে যুবলীগ কর্মী মুক্তার হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Discussion about this post