ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে একই সাথে ক্রান্তিকালও অতিক্রম করছে। এই সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা যায় তাহলে দেশ আবারো ঘুর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা আছে। বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ আপদ পিছু ছাড়ছে না। একেরপর এক সমস্যা সামনে আসছেই। এর কোন কোনটা ষড়যন্ত্র হওয়ার সম্ভবনাও প্রবল। এমন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ফ্যাসিবাদের বিষদাঁত উপড়ে ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দেয়া দরকার।
গতকাল শনিবার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ্ব হারুন অর রশীদ, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব মুহাম্মদ মনির হোসেন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা খলিলুর রহমান, বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, শহিদুল ইসলাম কবির। পীর সাহেব আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সকল আসনে প্রার্থী দেবে। মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে। পীর সাহেব চরমোনাই সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি? তিনি অবিলম্বে সচিবালয়ে আগুনের নেপথ্যের কুশিলবদের খুঁজে বের করার আহবান জানান।
Discussion about this post