আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।
এ বিষয়ে স্পষ্ট কোনো ভাষ্য না পাওয়া গেলেও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইঙ্গিত দিচ্ছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন,
‘’৩১ শে ডিসেম্বর
শহীদ মিনার।
৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।
নিজের ফেসবুক একাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন,
‘❝Proclamation of July Revolution❞
31st December
Shaheed Minar
-3:00 pm.
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর।
ইন শা আল্লাহ!’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, All eyes on 31st December, 2024. Now or Never!’
এরপর তিনি কমেন্টে সেকশনে আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ৩১শে ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’ ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা। ওইদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের। যিনি শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ঐতিহাসিক ৯ দফার ঘোষণা দিয়েছিলেন।
বিষয়টির ইঙ্গিত দিয়ে সরকারের উপদেষ্টাসহ ছাত্র নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। তারা সেখানে লিখেছেন, ‘কমরেডস নাও অর নেভার’।
Discussion about this post