অসাধারণ গবেষণাকর্মের জন্য আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান। ২০২৪ সালের স্কলারজিপিএস অনুসারে সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক সাইদুর রহমান সাসটেনেবল (Sustainable) এনার্জি বিষয়ক গবেষণায় কৃতিত্বের জন্য বিশ্বের বিজ্ঞানীদের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।
সম্প্রতি স্কলারজিপিএস বিশ্বের ৪৫ জন বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে প্রথমেই রয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি এই অধ্যাপক। একই বছরে স্ট্যানফোর্ড/এলসেভিয়ারের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যেও এনার্জি বিষয়ক গবেষণাক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেন তিনি।
Discussion about this post