জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের সভাপতি চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ ল ম ফজলুর রহমান বলেছেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত করবে কমিশন।’
তিনি বলেছেন, ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করতে বর্তমান সরকার জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে। দেশী-বিদেশী ষড়যন্ত্র চিহ্নিত করতে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে।’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিজিবি সদর দফতরের ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা এই দায়িত্বকে অতি গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা আমাদের বুদ্ধির ওপর নির্ভর করে নিরপেক্ষভাবে যে তিন মাস সময় আমাদেরকে দেয়া হয়েছে তার ভেতরেই শেষ করার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কোনো রকম পক্ষ নেব না। কোনো কিছুতে আমরা প্রভাবিত হবো না।’
তিনি বলেন, ‘যেহেতু এটা একটা জাতীয় সমস্যা, হাজার বছরেও এরকম ঘটনা ঘটেনি। সামান্য সময়ে এত মানুষ নিহত হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই- যারা এই বিডিআর বিদ্রোহে নিহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নেব। সহমর্মিতা ও আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করার চেষ্টা করব।’
কমিশনের চেয়ারম্যান বলেন, ‘কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে। প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি যে আমাদের এখানে সাচিবিক সুবিধা দিতে হবে। অফিস দিতে হবে। আমাদের নিরাপত্তা, ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্ট সুবিধা দিতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কোনো দেশকে দায়ী করতে চাই না। ৫ আগস্টের পর দেশ থেকে অনেকেই চলে গেছেন। প্রয়োজনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সেসব দেশে টিম পাঠাব।’
Discussion about this post