সংযুক্ত আরব আমিরাতে সাধারণ শ্রমিক থেকে শুরু করে ভ্রমণ ভিসা এমনকি অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনেরও সুযোগ পর্যন্ত বন্ধ রয়েছে। রাজনৈতিক কারণে ভিসা বন্ধ রয়েছে এমনটা চিন্তা না করতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। তবে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন। জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভিসা চালুর সম্ভাবনার কথাও জানান তিনি।
সোমবার রাতে দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ভিসা চালু নিয়ে খোলামেলা কথা বলেন৷ তিনি বলেন, ‘আমিরাতে কেবল বাংলাদেশিদের জন্য নয়;বরং বিভিন্ন দেশের ভিসা সাময়িক বন্ধ রয়েছে। এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই৷’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। সাংবাদিক মামুনুর রশীদ ও রাসেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর দূতালয় প্রধান আশফাক হোসেন, প্রধান বক্তা ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সালাম খাঁন, বক্তব্য রাখেন, ড. রেজা খান, ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক, সাংবাদিক শিবলী আল সাদিক।
উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাফা মাহমুদ, মির কামাল, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার করিমুল হক, জাহাঙ্গীর রুপু, স্বপ্না মনি, মাহে আলম প্রমুখ।
সংবর্ধিত অতিথি মুশফিকুল ফজল আনসারি বলেন, “আমিরাত হচ্ছে শান্তিময় একটি দেশ৷ এই দেশে বাংলাদেশিসহ বিদেশিরা অত্যন্ত শান্তিতে বসবাস করছেন। দুই দেশের মধ্যে চমৎকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমিরাত ও বাংলাদেশের সমৃদ্ধিতে যৌথভাবে ভুমিকা রাখছেন বাংলাদেশি প্রবাসীরা। এর ধারাবাহিকতা বজায় রাখতে আমিরাতের কর্তৃপক্ষকে ভিসা চালুর ব্যাপারে অনুরোধ জানাচ্ছি৷ আশাবাদী শিগগিরই একটি ভালো সংবাদ পাওয়া যাবে৷’
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে গঠিত অন্তবর্তীকালন সরকারকে সহযোগিতা করতে হবে৷ ড. মুহাম্মদ ইউনূস পুরো পৃথিবীর কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আমরা গর্বিত এমন একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে৷’
মুশকিকুল বলেন, ‘ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চাই কিন্তু কোনো অবস্থায় দাদাগিরি মেনে নেওয়া হবে না। বিএনপি-জামায়াতসহ বিরোধী দলসমূহের ১৬ বছরের আন্দোলন ও সর্বশেষ ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। পালালেও ক্ষমতা দখল করে ১৬ বছর যে অপরাধগুলো করেছে সেইসব অপরাধের বিচার হবে ইনশা আল্লাহ।’
তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা রাখার অনুরোধ জানান।
Discussion about this post