ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রাণপণ চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানী উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, আজ দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীদের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর ওই ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে আমাদের কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।
Discussion about this post