বিশ্বের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি হয়ে উঠছে আজকের আবুধাবি। এই শহরে এবার নিয়ে আসা হয়েছে উবারের একেবারে নতুন স্ব-চালিত গাড়ি। এর নাম রোবোট্যাক্সি। এতে থাকবে না কোনো চালক।
আরব আমিরাতের রাজধানীতে নতুন এই পরিষেবা চালু হয়েছে। নির্দিষ্ট লোকেশনের মধ্যে এই রাইডের অফার শুরু হয়েছে। এতে থাকছে নানা সুবিধা।
সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস বলছে, উইরাইডের সঙ্গে মিলে এই পরিষেবা চালু করেছে উবার। এর আগে আমেরিকার বাইরে এ জাতীয় পরিষেবা কোথাও দেখা যায়নি।
এই পরিষেবা নিয়ে আপনি চাইলেই যেতে পারবেন সাদিয়াত, ইয়াস দ্বীপে। এ ছাড়া জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে পারবেন কিংবা সেখান থেকে আসতেও পারবেন। তবে এখন এত সেবা মিলবে না। কিছু এলাকার জন্য আপাতত চালু করা হয়েছে।
আগামীতে এই পরিষেবা আরও বাড়ানোর চিন্তা রয়েছে উইরাইড ও উবারের।
এই পরিষেবা পেতে আলাদা করে কিছুই করতে হবে না। আপনি শধু উবারএক্স কিংবা উবার কমফোর্টে গিয়ে এই গাড়ির জন্য বুক করবেন। তবে এখন পরিষেবায় তাদের একজন অপারেটর থাকবেন। তিনি সব দিকনির্দেশনা দেবেন।
Discussion about this post