জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর থেকে দেশের অন্যতম বৃহৎ দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এক ধরনের দূরুত্ব বিরাজ করছে। বিভিন্ন সভা সমাবেশে দুই সংগঠনের নেতাদের একসঙ্গে দেখা গেলেও এই দূরুত্ব কমছে না।
সম্প্রতি, সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা সভার আয়োজন করেছিল ছাত্র শিবির। সেই সভায় অংশ নিয়েছিল ৩৪ টি ছাত্র সংগঠন। তবে ছাত্রদল ও কয়েকটি বাম সংগঠন ওই আলোচনা সভায় অংশ নেয়নি।
সভায় ছাত্রদল উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ছাত্রদল সহ সব সংগঠনকে দাওয়াত করেছিল।
এদিকে, গতকাল বৃহস্পতিবার ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা করেছে ছাত্রদল। ২৮ টি ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ সভায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। তবে সভায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের কাউকে দেখা যায়নি।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন নয়, এজন্য তাদের দাওয়াত করা হয়নি। আর শিবিরের ব্যাপারে কয়েকটি বাম সংগঠনের আপত্তির কারণে দাওয়াত দেয়নি ছাত্রদল।
Discussion about this post