আমাদের আশপাশে আমরা অনেক বন্ধু বানিয়ে থাকি। স্কুল কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত আমাদের বন্ধু থাকে। চলার পথে কত মানুষের সঙ্গেই বন্ধুত্ব হয়। এখন প্রশ্ন হলো সবাই কি আমাদের প্রকৃত বন্ধু? সবাই কি আমাদের ভালো চায়?
জীবনের চলার পথে সব বন্ধু আমাদের ভালো বন্ধু না। সবাই আমাদের ভালো চায় না। সরাসরি তারা কিছু না বললেও পেছনে তারা সমালোচনা করে বেড়ায়। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় এ বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্যগুলো উঠে আসে। প্রতিবেদনে মনোবিজ্ঞানী জিয়াদ রুমি কয়েকটি লক্ষণ জানিয়েছেন, যা দেখে বোঝা যাবে কে প্রকৃত বন্ধু, কে বন্ধু নয়।
চলুন সে লক্ষণগুলো জেনে নেওয়া যাক-
সময় কাটাতে ক্লান্তবোধ করা
প্রকৃত বন্ধু সঙ্গে কথা বলতে বা আড্ডা দিলে তারা কখনো ক্লান্ত হন না। তবে যারা আপনাকে বন্ধু মনে করেন না, তাদের সঙ্গে আড্ডা দিলে বা কথা বলতে গেলে তারা বিরক্তিভাব প্রকাশ করবে। এ অবস্থায় তাদের সঙ্গে কথা বললে নিজের অজান্তেই ক্লান্তবোধ করবেন।
আপনাকে নিয়ে ভাবেন না
বন্ধুরা সব সময় একে অপরকে নিয়ে ভাবে। কখন, কোনটি আপনার জন্য ভালো তারা সেটি জানে। তবে যারা বন্ধু হিসেবে পরিচয় দেয় তবে আপনার প্রকৃত বন্ধু নয় তারা কখনোই আপনাকে নিয়ে ভাববে না। আপনার আবেগ অনুভূতি কোনো কিছু তাদের কাছে অর্থবহন করবে না।
আপনার সাফল্যে খুশি নয়
জীবনে চলার পথে যেমন উত্থান থাকে ঠিক তেমনি পতনও থাকে। আবার বিভিন্ন পর্যায়ে সাফলতাও থাকে। এ সাফলতায় আপনার পরিবারের পর সবচেয়ে বেশি খুশি হয় প্রকৃতি বন্ধুরা। তবে কিছু বন্ধু থাকবে যাদের কাছে আপনার এ সফলতা হাস্যরসাত্মক কোনো ঘটনা বা তারা আপনার এ সফলতায় হিংসামত্মক আচরণ করবে। আর যারাই হোক তারা আপনার প্রকৃত বন্ধু না এটি পরিষ্কার।
বন্ধুমহলে এমন বন্ধু থাকে যারা প্রায়ই আপনার সমালোচনা করেন, যা আপনাকে হতাশ করে। কখনো বা অপমানের উদ্দেশ্যে সমালোচনা করে থাকেন। যে ব্যক্তি এমন করে থাকেন, তিনি কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। একজন ভালো বন্ধু আপনার সমালোচনা করবে আপনার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। যা আপনাকে একজন ভালো মানুষ হতে সহায়তা করবে।
Discussion about this post