ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সর্বশেষ (বিকেল ৪টা) পাওয়া খবর অনুযায়ী, এখনো দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে গেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় এখন পর্যান্ত আহত হয়ে চার শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা নিতে এসেছেন বলে ঢামেক সূত্রে জানা গেছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
তবে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
Discussion about this post