নড়াইলে মদ্যপানে পূজা কর (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাসকে (১৫) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে মদ্যপান ও মৃত্যুর বিষয়টি জানাজানি হয়।
পূজা কর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে এবং ত্রিনয়নী রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ‘কাত্যায়নী পূজা উপলক্ষে পূজা ও তার খালাত বোন ত্রিনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসেন। দু’জনে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, ‘পূজাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নীকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
Discussion about this post