ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা আজ ১১ নভেম্বর ২০২৪, সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও আগামীর পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
Discussion about this post