অবশেষে ‘পাপন’ মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়েছে তার অধ্যায়। বিসিবি সভাপতির পদ আগেই ছেড়েছিলেন যদিও, এবার পরিচালক পদ থেকেও হলেন অপসারিত।
বুধবার সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ পরিচালককে অপসারিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবি কার্যালয়ে জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়।
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে।
পাপন বাদে বাতিল হওয়া পরিচালকরা হলেন ইসমাইল হায়দার, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী।
এর বাইরে আরো তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তারা হলেন খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও এনায়েত হোসেন। এছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হলো।
Discussion about this post