বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ১০৯টি এতিম পরিবারসহ ৩০০ পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর ১৮৯টি সাধারণ পরিবার ও দুইটি হিন্দু পরিবার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ৩০০ চেক প্রদান করা হয়। প্রত্যেকের কাছে ১ লাখ টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শহীদদের আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
শায়খ আহমাদুল্লাহ বলেন, এই প্রকল্পের জন্য আমরা কারও থেকে তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।
তিনি আরও বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে তুলে দেয়- তাহলেও আপনাদের ক্ষতি পোষানো সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের; যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
এরপর কয়েক শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিলেন সদ্য পিতৃহারা এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে এর আগে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
Discussion about this post