বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ফ্লাইওভার চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, ‘আপনারা এমপি, মন্ত্রী বানানোর জন্য নির্বাচনের তোড়জোড় না করে জন আকাঙ্খাকে প্রাধান্য দিন।
ডাকসুর এই সাবেক ভিপি বলেন, ‘এদেশে নির্বাচন করার অধিকার ছিল না। মুক্ত চিন্তা করার অধিকার ছিল না। সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য রাজনীতিকে একটি দুর্বৃত্তায়নে পরিণত করেছিল। আমরা এ অবস্থার পরিত্রাণ ঘটাতে পেরেছি।
আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ভারতসহ নানা দেশের প্রচেষ্টার অভিযোগ তুলে নুরুল হক নুর বলেন, ‘আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে কোনো ঠাঁই দেওয়া হবে না। এর দোসরদের ঠাঁই দেওয়া হবে না।’
গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক পাঠান আজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভাটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের নেতা মনির মোল্লা। এতে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
Discussion about this post