ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ টাকা ওঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল সেই পথে। এ সময় নয়ন সিএনজিচালক জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চায়।
এতে জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দুপক্ষের লোকজন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এর জেরে বুধবার সকালে আবারো উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ঘে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়।
সরাইল থানার ওসি আব্দুর রাজ্জাক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় সংবাদ আসে তেরকান্দা গ্রামে জুয়েল এবং নয়নের পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করি ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
Discussion about this post