ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া ওই শিক্ষার্থীদের হলের আবাসিক সিট হল প্রশাসন বাতিল করেছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এছাড়া ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত বুধবার রাতে ‘চোর সন্দেহে’ মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে আটক করেছে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
Discussion about this post