বিষাক্ত সাপের কামড়ে তাহামুল ইসলাম তাজ নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশু তাজ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের পুলিশ দম্পতি কনস্টেবল সিফাত কাজী ও তানজিলা আক্তারের কনিষ্ঠ ছেলে। পুলিশ কনস্টেবল সিফাত কাজী ভোলায় ও তানজিলা আক্তার ঝালকাঠিতে কর্মরত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদারকাঠি গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
Discussion about this post