সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মোজাহেদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত মোজাহেদুল হক (৪০) যশোর জেলার কোতোয়ালি থানার লেবুতলার বাসিন্দা ওমর আলীর ছেলে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সন্ধ্যায় আসফানে এশার নামাজের পর সুপার মার্কেট থেকে বাজার করে রাস্তা পারাপার হওয়ার সময় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে।
Discussion about this post