কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. স্বপন (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
৩৬ বছর বয়সী স্বপনের কয়েদি নম্বর ৬০৩৭/এ, বাবার নাম ইদু মিয়া।
কয়েদি স্বপনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মেহেদী বলেন, আজ সকালে স্বপন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানাতে পারেননি কারারক্ষী মেহেদী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।
Discussion about this post