ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২৩ বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। রোববার ত্রিপুরা থেকে প্রকাশিত একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার রাতে রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে রেলওয়ে জিআরপি থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- মো. সেলিম রেজা (২৭), রাম সাহা (২৪), আসমাউল হক (২০), জাকির হোসাইন (৪০), ইব্রাহিম খলিল (২৩), শাহীন এলাম (২৮), নয়ন আলী (১৯), মো. ইলাহী হোসাইন (২১), মো. তাইব হোসাইন (১৯), মো. ডালিম (১৯), মো. আব্দুল আজিজ, মো. সাইফুল ইসলাম (২৫), সাহাবুদ্দিন শেখ (৩৩), মো. সাহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৬), মো. আমিরুল ইসলাম (২৪), হাজিকুল বাবু (২৩), রমজান শেখ (১৯), মো. মিজানুর (২৪), মো. রেহান শেখ (১৯)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
এছাড়া মো. শাহীন আলী (২৬), আলী আকবার (২৬) ও শাকিল শেখের (১৯) বাড়ি রাজশাহী জেলায়।
আগরতলা রেলওয়ে জিআরপি থানার ওসি তাপস দেব গণমাধ্যমকে জানান, ওই যুবকরা ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। তারা জানিয়েছেন, ভালো কাজের সন্ধানে ভারতে আসেন।
তবে প্রকৃত কী উদ্দেশে তারা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা নেওয়া হয়েছে।
Discussion about this post