সিলেটের গোলাপগঞ্জে তানজিনা ইসলাম (২৫) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী সৌদি আরব প্রবাসী। ১৭দিন পূর্বে তাদের বিয়ে হয়। এঘটনায় প্রবাসীকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
ওই নববধূ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সৌদিপ্রবাসী হাবিবুর রহমান সাজুর স্ত্রী।
পুলিশ জানায়, গত ২১ জুন পারিবারিকভাবে তাদের বিবাহ হয়। সোমবার রাতে তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে তানজিনার লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে তানজিনা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ওই নববধূর স্বামীকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তানজিনাকে হত্যা করা হয়েছে ৷ তবে প্রাথমিকভাবে লক্ষণ দেখে ধারণা হচ্ছে, আত্মহত্যা। এর পেছনে অবশ্যই কারণ আছে।
Discussion about this post