আরব আমিরাত আজমানের বাংলাদেশি পোশাক শিল্প কারখানা আল-বোরাক গার্মেন্টস ও সাবলিমেশন, এক্সিলেন্স জেনারেল ট্রেডিং পরিদর্শনের এসেছেন রোমানিয়ার কমার্শিয়াল কাউন্সিলর টিনটিয়েন টাইটেস।
এসময় তিনি প্যাক্টরি পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন ও রোমানিয়া ব্যবসা সম্প্রসারণ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও মৌখিক ভাবে চুক্তি হয়েছে তাদের দেশে বাংলাদেশি পোশাক কারখানা স্থাপনের জন্য। শীগ্রই রোমানিয়া ভিজিটে যাচ্ছেন আল-বোরাক গার্মেন্টস এর চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহবুব ও শেফালী আকতার আঁকিসহ একটি দল।
প্যাক্টেরি পরিদর্শনে সম্মাননা হিসেবে আল-বোরাকের পক্ষ থেকে রোমানিয়া কনসাল জেনারেল ও কমার্শিয়াল কাউন্সিলরকে ক্রেস্ট প্রধান করা হয়।
Discussion about this post