সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোতাব্বির হোসেন রাজু ও জুনায়েদ আলম আলফুর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জসিম মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন আহমেদ, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিলন।
এসময় আরো উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী কখন, সদস্য শহীদসারওয়ার, সদস্য ইয়াসিন আলী, সদস্য নুরুল ইসলাম।
এছাড়াও কেন্দ্রীয় সহ-সভাপতি হাসিবুল ইসলাম, ইয়াকুব বাদশা ও মোঃ কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেমিটেন্স এওয়ার্ড পাওয়ায় কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সমবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান, মৃত সকল প্রবাসীদের লাশ সরকারি খরচে যেন বাংলাদেশে প্রেরণ করা হয়। এক অডিও বার্তায় সংগঠনের উপদেষ্টা কালাম মাহমুদ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
Discussion about this post