বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় বাসচাপায় খলিলুর রহমান রাড়ী (৩৫) ও তার এক বছরের ছেলে নিহত হয়েছেন। আহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে (৩০) উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মনিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার পটুয়াখালী থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে শ্বশুর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন খলিলুর রহমান। পথে পিলজংগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discussion about this post