পবিত্র হজ পালন করতে গিয়ে দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদের পরিচিত মুখ কমিউনিটি নেতা মো. জহিরুল ইসলাম (৭৪) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। বুধবার (১৯ জুন) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। নিহতদের বাড়ি নোয়াখালী জেলায়।
সৌদি আরবে হজ পালনে জহিরুল ইসলামের সাথে তার স্ত্রীও ছিলেন। বর্তমানে তিনি সৌদিতে অবস্থান করছেন।
বৃহস্পতিবার বাদে আছর তার নামাজে জানাজা শেষে পবিত্র মক্কা শরীফের জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, তার ইন্তেকালের খবর পেয়ে আমিরাত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post