আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বর্ষবরণ উৎসব ১৪৩২ উদযাপন
.
বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গত শনিবার (২৬ এপ্রিল) শারজায় বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে আয়োজন করা হয় বাংলা বর্ষবরণ উৎসব.
.
পান্তা-ইলিশ, হরেকরকম দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের পাশাপাশি পিঠাপুলিরও কমতি ছিলো না আয়োজনে। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম বাঙালিয়ানা পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসবস্থল পরিণত হয় মিলন মেলায়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছোট ছেলে-মেয়েদের নানা রকম খেলাধুলা, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নববর্ষের সাজ প্রতিযোগিতা, মহিলাদের প্রতিযোগিতা সহ নানারকম খেলাধুলায় অংশ গ্রহন করে। নতুন প্রজন্মের শিশু কিশোর-কিশোরিদের মন মুগ্ধকর দেশীয় সাংস্কৃতিক উপস্থাপনাও ছিলো আনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।
উপদেস্ট শরিফা সৈনিক, জেসমিন মাহাবুব, রোমানা আক্তার, ইয়াসমিন ইসলাম মেরুনা, নুসরাত সামী, ফাতিমা আহাদ উপস্থিত ছিলেন।
ফাউন্ডার লিজা হোসাইন,
প্রেসিডেন্ট লাবন্য আদিল
ভাইস প্রেসিডেন্ট সাদিয়া আবসার, নিশাত জাহান নিশু, তানিয়া আহমেদ এছাড়া প্রদেশ ভিত্তিক কো- অর্ডিনেটর
শারমিন রাখী , রোমানা বর্নী, ইষিকা মাযাহার, সাবরিনা তন্বী, ফাহমিদা সুলতানা, নাজমুন বুবলী, তাকিয়া সুলতানা, নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বর্ষবরণ উৎসব ১৪৩২ উদযাপন
.
বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গত শনিবার (২৬ এপ্রিল) শারজায় বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে আয়োজন করা হয় বাংলা বর্ষবরণ উৎসব.
.
পান্তা-ইলিশ, হরেকরকম দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের পাশাপাশি পিঠাপুলিরও কমতি ছিলো না আয়োজনে। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম বাঙালিয়ানা পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসবস্থল পরিণত হয় মিলন মেলায়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছোট ছেলে-মেয়েদের নানা রকম খেলাধুলা, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নববর্ষের সাজ প্রতিযোগিতা, মহিলাদের প্রতিযোগিতা সহ নানারকম খেলাধুলায় অংশ গ্রহন করে। নতুন প্রজন্মের শিশু কিশোর-কিশোরিদের মন মুগ্ধকর দেশীয় সাংস্কৃতিক উপস্থাপনাও ছিলো আনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।
.
লেডিস ক্লাব ইউএইর ফাউন্ডার লিজা হোসেনের সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি লাবন্য আদিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপদেস্ট শরিফা সৈনিক, জেসমিন মাহাবুব, রোমানা আক্তার, ইয়াসমিন ইসলাম মেরুনা, নুসরাত সামী, ফাতিমা আহাদ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাদিয়া আবসার, নিশাত জাহান নিশু, তানিয়া আহমেদ এছাড়া প্রদেশ ভিত্তিক কো- অর্ডিনেটর শারমিন রাখী , রোমানা বর্নী, ইষিকা মাযাহার, সাবরিনা তন্বী, ফাহমিদা সুলতানা, নাজমুন বুবলী, তাকিয়া সুলতানা, নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
.
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Discussion about this post