ফেনীর সোনাগাজীতে মসজিদে আযান দেয়ার সময় বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান নামের এক দুবাই প্রবাসীর নিহত হয়েছেন।
রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়া বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। সাইদুর রহমান ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।
নিহতে আত্মীয় বলেন, দুপুরে প্রচণ্ড বজ্রবৃষ্টি হচ্ছিল। তাই জোহরের নামাজের আজান দেওয়ার জন্য ইমাম-মুয়াজ্জিন মসজিদে যেতে পারেননি। ওই সময় সাইদুর রহমান বৃষ্টি উপেক্ষা করে মসজিদে আজান দিতে যান। আজান দেওয়া অবস্থায় বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদে লুটিয়ে পড়েন।
মসজিদে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠানো হয়। বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ফেনীর একটি হাসপাতালে মারা যান।
তিনি আরও জানান, সাইদুর দীর্ঘদিন আরব আমিরাতের দুবাই প্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে দেশে আসেন। আগামী সপ্তাহে তার প্রবাসে ফেরত যাওয়ার কথা ছিল।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বলেন, আমি সন্ধ্যায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাটি অনুসন্ধান করতে পুলিশ পাঠিয়েছিলাম।
Discussion about this post