দুইমাস পর ছুটি নিয়ে দেশে আসার কথা আফ্রিকান প্রবাসী নজরুল ইসলাম (৩৬) নামের এক বাংলাদেশির। তবে দেশে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় দুনিয়া মায়া ক্যাগ করেন তিনি।
তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকায়। তিনি ওই এলাকার এডভোকেট বিএ ফকির আহম্মদের বাড়ির আবুল কালামের পুত্র।
রবিবার (৯ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২ টায় আফ্রিকার লোতার এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থনে তিনি নিহত হন। পরে খবর পেয়ে দক্ষিণ আফ্রিকার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের আত্মীয় জানান, আমার জেঠাতো ভাইদের দক্ষিণ আফ্রিকার ওমালাঙ্গায় একটা সুপারশপের দোকান রয়েছে। রবিবার সকালে (মেঝ ভাই) নজরুল ইসলাম নিজে ড্রাইভ করে মাল ডেলিভারি দিতে যায়। ডেলিভারি শেষে ফেরার পথে লোতার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সড়কের বাইরে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন নজরুল।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালে নজরুল দক্ষিণ আফ্রিকায় যান নজরুল। আগামী দুইমাস পর ছুটি নিয়ে দেশে আসার কথা। তার ফুটফুটে ১ ছেলে ও ১ টি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।
Discussion about this post