ওমানে তুচ্ছ ঘটনায় আনামুল হক নামে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে অন্য প্রবাসী বাংলাদেশিদের হাতে। ঘটনায় জড়িতরা নিহতে বন্ধু ও সহকর্মী বলে জানা গেছে। নিহতের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী রত্নপুর এলাকায়।
ঘটনার দিন সাধারণ এবং তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির একপর্যায়ে তার উপর হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আনামুলের মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, আনামুল ওমানের বারকা অঞ্চলে কাজ করতেন। অভিযুক্তরা এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে হত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
Source:
প্রবাস টাইমস
Discussion about this post