প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রতিবেশিকে বিয়ে করেছেন সিরাজ নামের এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন। এঘটনায় সিরাজের বাবা বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, প্রবাসীর ২৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গত ২১ মে প্রতিবেশী সাঈদ শেখের সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের পর বিয়ে করেন রোজিনা।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা শিকদার পাড়া গ্রামে।
মামলার আসামীরা হলেন- উপজেলার চর আফরা মধ্যপাড়া গ্রামের সুলতান মন্ডলের মেয়ে ও সিরাজের স্ত্রী রোজিনা খাতুন (২৬), মৃত তালেব মন্ডলের ছেলে সুলতান মন্ডল (৬০) ও রোজিনার বর্তমান স্বামী ও রশিদ শেখের ছেলে সাইদ শেখ (২৮)।
খোঁজ নিয়ে জানা গেছে, আদালত আরশেদ প্রমানিকের মামলাটি গ্রহণ করে পাংশা থানার ভারপ্রাপ্ত অফিসারকে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে পাংশার হাবাসপুর ইউপি চেয়ারম্যান মামুন খান জানান, এ বিষয়ে গত মাসে অনুষ্ঠিত শালিসে রোজিনা জানিয়েছিল তিনি চার মাস আগেই স্বামী সিরাজ উদ্দিনকে তালাক দিয়েছেন। তালাকের পরেও সিরাজের কাছ থেকে নেওয়া ৩ লাখ ৩০ হাজার টাকা সিরাজের বাবার কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ওই টাকা না দেওয়া পর্যন্ত রোজিনাকে অন্যত্র বিয়ে না করার জন্যও বলা হয় শালিসে। কিন্তু ওই সিদ্ধান্ত মেনে নেওয়ার পরও রোজিনা-সাইদ গত ২১মে বিয়ে করেছে।
Discussion about this post