নির্বাচন কমিশনার মো. আলমগীর ভোটার কার্যক্রম উদ্বোধন ও এনআইডি কার্ড বিতরণের জন্য আগামী ৬ থেকে ১৫ জুন যুক্তরাজ্য ভ্রমণ করবেন। প্রবাসীদের ভোটার করে নেয়া ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
সম্প্রতি চিঠিটি নির্বাচন কমিশনের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আলমগীর ভোটার কার্যক্রম উদ্বোধন ও এনআইডি কার্ড বিতরণের জন্য আগামী ৬ থেকে ১৫ জুন যুক্তরাজ্য ভ্রমণ করবেন।
তার সঙ্গে যাবেন ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান ও কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া ব্যক্তিগত খরচে মো. আলমগীর তার স্ত্রী বিলকিস আরাকে সঙ্গে নিয়ে যাবেন।
এটি একটি অফিশিয়াল সফর বলে চিঠিতে উল্লেখ করে বলা হয়েছে, এ সফরের সব খরচ স্মার্টকার্ড প্রকল্প তথা আইডিইএ-২ প্রকল্প থেকে বহন করা হবে।
Discussion about this post