মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে এক বাংলাদেশী নিহত হয়েছে। রোববার (১২ মে) দেশটির পোস ব্লাউয়ের কাম্পুং ওম শহরে তিনি নিহত হন। নিউজ নয়া দিগন্ত
ব্লাউ কাম্পুং জেলার প্রধান পুলিশ সুপার সিক সিক চুন ফু জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হাতির আক্রমণে ওই বাংলাদেশি নিহত হন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত ওই বাংলাদেশীর পরিচয় শনাক্ত করা হয়েছে। মো: নওশের আলী (২৯) নামের ওই কর্মী তার এক সহকর্মীকে নিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন।
সোমবার দেশটির পুলিশ এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে হাতির আক্রমণের সময় পালিয়ে যাওয়ার সুযোগ পাননি ওই ভুক্তভোগী। নিহতের লাশের পাশেই হাতির পায়ের ছাপ পাওয়া গেছে।
ভুক্তভোগীর পরিবারের সম্মানে এই ঘটনায় কোনো ধরনের গুঞ্জন না ছড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ।
সূত্র: বারনামা
Discussion about this post