দেশের তথ্যপ্রযুক্তি খাতে সর্বোচ্চ পর্যায়ের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) এর ২০২৪-২০২৬ সাল মেয়াদের এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (৮ই মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া নির্বাচন বিকাল ৫টা পর্যন্ত চলবে। এটি ঢাকার গুলশানস্থ গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, সকল ক্যাটাগরির মোট ৯৩২ জন জেনারেল সদস্য, ৩৮৯ জন এসোসিয়েট সদস্য, ১৩৪ জন এফিলিয়েট সদস্য ও ৯ জন আন্তর্জাতিক সদস্য সহ সর্বমোট ১ হাজার ৪’শ ৬৪ জন যোগ্যতা সম্পন্ন সদস্য বৃন্দ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে।
এই বছরে সর্বসাকুল্যে ৩৩ জন প্রার্থী গণ তিনটি প্যানেল দল – টীম স্মার্ট, ওয়ান টীম এবং টীম সাকসেস – হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্রতিটি প্যানেল দল ৮টি জেনারেল সদস্য, ১টি করে এসোসিয়েট, এফিলিয়েট এবং আন্তর্জাতিক সদস্য পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তথ্য প্রযুক্তির খাতে অত্যাধুনিক, সাম্প্রতিক প্রযুক্তির প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি, উপযুক্ত ব্যবসায়িক মডেল, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের দক্ষ জনশক্তির বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণের ক্ষেত্রে নতুন, মেধাবী, সৃজনশীল এবং দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের লক্ষ্যে তরুণ প্রজন্ম কে নেতৃত্বে আসার সুযোগ করে দিতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখতে বেসিস সক্রিয় ভূমিকা রাখতে পারে বলে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ দের অভিমত।
Discussion about this post