সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মোহাম্মদ শিবলি সাদিক (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসী আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার (২৭ এপ্রিল) দেশটির রাজধানী আবুধাবির শেখ হামদান সড়কে তার বাসস্থল বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহতের বাড়ী লক্ষীপুর জেলার লক্ষীপুর সদরের বাঞ্ছানগর। তিনি ওই গ্রামের মৃত মো. হারুন উর রশিদ এর ছেলে।
মৃতের প্রতিবেশি চাচাতো ভাই মোহাম্মদ মনির জানায়, শিবলি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। কিছুদিন আগে দেশ থেকে ঋন নিয়ে রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেন। সাম্প্রতিক তার ব্যবসায়ী পার্টনার রিয়েল এস্টেট এ বিনিয়োগ করা সকল অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ঋনের চাপ ও পার্টনার কর্তৃক প্রতারিত হয়ে হতাশয় ভুগছিলেন। সম্ভবত ঋণের হতাশায় আত্মহত্যা করেছেন। এখন পর্যন্ত ওই ব্যবসায়ী পার্টনারের কোন হদিস পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে নিযুক্ত শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীম বলেন, মৃত্যুর খবর আমরা জেনেছি। মরদেহ এখন বানিয়াছের কেন্দ্রীয় মর্গে রয়েছে।
দেশটির আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দেশে পৌঁছাতে দূতাবাস দ্রুত পদক্ষেপ নিবে এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস তৈরির বিষয়ে যত দ্রুত সম্ভব করে দেওয়া হবে বলেও জানান তিনি।
জেআই/
Discussion about this post